শ্রীমঙ্গল শিশু ধর্ষণ ধর্ষণকারি গ্রেফতার

November 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী মোতালেব নামের এক ধর্ষনকারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ১ অক্টোবর  সোমবার দুপুর ২ টার দিকে নজরুল (১৫) নামের এক কিশোর ভিকটিমের বাড়ী সংলগ্ন জংগলের ভিতরে পাতার বস্তুা তুলে দেয়ার জন্য ডেকে নিয়ে যায়। জংগলের ভিতরে একটি পরিত্যাক্ত বাড়ীতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোহাগ (১৯), রাকিব(১৯), সাকিব (১৪), মোতালিব(৩০), নজরুল(১৫)  সহ ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের বোন তাকে খুঁজতে আসলে ধর্ষকরা সবাই পালিয়ে যায়।

পরে ভিকটিমকে উদ্বার করে ভিকটিমের মা এক সাংবাদিকের সহায়তায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে ভিকটিম মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com