সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে টাউন কামিল মাদরাসায় অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে টাউন কামিল মাদরাসায় এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় থেকে অনুদানের চেক প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু। মাদরাসার পক্ষ থেকে চেক গ্রহণ করেন অফিস সহকারী জুবায়েদ আলী।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন জানান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় চেয়ার, ডেস্ক ও বেঞ্চের সমস্যার বিষয়ে অবগত করায় আমরা এক লক্ষ টাকার অনুদান প্রদান করেছি। উপজেলা পরিষদের পক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সহ বিভিন্ন সহযোগিতা করেছি এবং ধারাবাহিকভাবে এ সহযোগিতা অব্যাহত রয়েছে। করোনা সংকট মোকাবেলায় জনসচেতনার পাশাপাশি জনগণের পাশে থেকে সরকারি সকল অনুদান বিভিন্ন এলাকায় বিতরণ করেছি।
এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু জানান, বিগত সময়ে টাউন কামিল মাদরাসায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ডেস্ক, বেঞ্চ ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুদান দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চলমান কর্মসূচি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করছি এবং ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন