সদ্য যোগদানকারী জেলা প্রশাসকের সাথে জেলা যুবলীগের সৌজন্য সাক্ষাৎ

July 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে জেলা যুবলীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২৭ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসকের কাযালয়ে জেলা প্রশাসক নাহিদ আহসানের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
এ সময় জেলা যুবলীগ সহসভাপতি বিকাশ ভৌমিক, মুহিবুর রহমান কাবুল, শামীম আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, সাংগঠনিক সুমেষ দাশ যীশু, শেখ রুমেল আহমদ,কয়ছর আহমদ, হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকতসহ জেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, তারুন্যই শক্তি প্রধানমন্ত্রীর এ শ্লোগান নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। আর দেশের উন্নয়নে কাজ করতে জেলার যুব সমাজকে আপনারা সৃসংগঠিত করছেন। প্রশাসনের সাথে আপনাদের পারস্পরিক সুসম্পকের মাধ্যমে বেকার যুবকদের যুব শক্তিতে পরিনত করতে প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে কাজ করতে হবে।
মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে ও মাদক নির্মুল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com