সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল করিমের দাফন সম্পন্ন
November 26, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মো. আব্দুল করিম (যুবরাজ হুজুর) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার ২৬ নভেম্বর রাত আড়াইটায় কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছস্থ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন।
শনিবার বিকাল ৩টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মুফতি মো. আব্দুল করিমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন