সাংবাদিকদের সাথে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পের আওতায় ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সহযোগীতায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে শহরের চৌমুহনা এলাকায় একটি রেষ্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারীপক্ষ প্রকল্প পরিচালক (RHRN-2) সামিয়া আফরিন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অশোক কুমার দাস, সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, প্রকল্প কর্মকর্তা মৌসুমী বেগমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যরা।
বক্তারা বলেন, এ প্রকল্পের কার্যক্রম ৫ টি বিভাগ, ৯ জেলার ২৭টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। এরমধ্যে মৌলভীবাজার জেলার মৌলভীবার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দক্ষতার মাধ্যমে তরুণদের যৌন প্রজনন স্বাস্থ্যবিষয় আদায়ে দাবি করতে পারে এবং দাবি আদায়ে এক হতে পারে। সারাদেশে সবার একসাথে কাজ করার মাধ্যমে তরুণদের মধ্যে গণজাগরণ তৈরি করা।
দেশে তরুণ মাঝে স্বাস্থ্য বিষয়ে আইন প্রচলন সে বিষয়ে সচেতন করাসহ নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছে (RHRN-2) প্রকল্প।
মন্তব্য করুন