সাংবাদিক আব্দুল হান্নান চিনুর বড় ভাই আব্দুল মান্নান সায়েস্তা আর নেই

September 4, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের সাংবাদিক আব্দুল হান্নান চিনুর বড় ভাই এবং পতনঊষার ইউনিয়ন যুবলীগ ও শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল এর পিতা প্রাক্তন শিক্ষক ডাঃ আব্দুল মান্নান সায়েস্তা (৭০) আর নেই।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেল ৩.৫০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃৃৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সহস্রাধিক মুসল্লীর উপস্থিতিতে পতনঊষার শহীদনগর-মাইজগাঁও জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক ডা: আব্দুল মান্নান সায়েস্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমদ বাবু, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com