সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান, ভগ্নি এবং তার সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে-গণশুনানিতে দুদক চেয়ারম্যান

May 18, 2025,

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান, ভগ্নি এবং তার সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দু’একটি মামলা অনুসন্ধানে রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময়ে সম্পদ বিবরনীসহ বিভিন্ন সময়ে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে।
রোববার ১৮ মে দুপুর আড়াইটায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের আয়োজনে ও মৌলভীবাজার জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদকের গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
দুদক চেয়ারম্যান সকালে সুচনা বক্তব্যে বলেন, দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। দুনীতি যতটা কমিয়ে আনা যাবে বৈষম্য ততটা কমবে। তিনি আরও বলেন, শুধু দুদক নয়, সরকারি অফিসের প্রধানরা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে সেবা প্রত্যাশীদের কথা শুনেন। তাদের অভিযোগ শুনে সমাধান দিবেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা প্রদানে আরো আন্তরিক হতে হবে এবং সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি সম্প্রতি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ, ৫২ এর ভাষা আন্দোলন এবং ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই শুরু হয় অভিযোগকারীদের সরাসরি গণশুনানির কার্যক্রম।
মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাফিজ আহসান ফরিদ।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আখতার হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো: এরশাদ মিয়া।
উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ডা: আব্দুল মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, নির্বাহী সদস্য এস এম মুজিবুর রহমান, এস এম উমেদ আলী, ফয়ছল আহমদ সহ অন্যন্যরা।
বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ৩০০টি অভিযোগ পরে। মৌলভীবাজারে গণশুনানিতে ৫৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
এর মধ্যে গণশুনানিতে পাসপোর্ট অফিস, বিআরটিএ, সাবরেজিস্টার অফিস, সরকারী হাসপাতার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড, জালাবাদ গ্যাসসহ অন্যান্য প্রতিষ্ঠানের অভিযোগ শুনানী হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com