সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা

October 31, 2022,

আব্দুর রব॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ (মাধ্যমিক) প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
বিদ্যালয় মাঠে ২৯ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সামসুল হক।
সহকারী শিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, অধ্যক্ষ আজিম উদ্দিন, সংবর্ধিত প্রধান শিক্ষক এনাম উদ্দিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, ফরিদুল ইসলাম জাবরুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com