সেচ্চাসেবক দল পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘটন উপলক্ষ্যে মৌলভীবাজারে আনন্দ মিছিল

May 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি মৌলভীবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহরস্থ শাহ্ মোস্তফা কলেজের সম্মুখ থেকে চৌমুহনা পয়েন্ট অতিক্রম করে সাইফুর রহমান সড়কস্থ জুলিয়া শপিং সিটির সম্মুখে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসহাক আহমেদ চৌধুরী মামনুনকে সদস্য পদে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
এ মময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের ১ম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ রহমান, সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, সোয়েব আহমদ,মাহবুবআহমেদ,মাহিন আহমেদ, যুবনেতা ও হাবুর রহমান রুমেল, মুত্তাকিন শিপলু আরিফুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com