সৈয়দ শাহ মোস্তাফা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : সৈয়দ শাহ মোস্তফা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৯ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণার সভাপতিত্বে ও প্রভাষক মো: কাওসার মিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের সাবেক অবৈতনিক প্রভাষক ও বাসসের জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈষ্ঠ প্রভাষক আমাতুল ফৌজিয়া।
প্রভাষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-রুবিনা পারভীন, মো. আফজাল হোসেন, মো. আসআদুল্লাহ, মো. সাইফুল্লাহ, তাছনিম আক্তার, ফাতেহা বেগম, ফারিয়া হাসান, সাবিনা ইয়াছমিন, জান্নাতুল ফেরদৌস, পার্থ সারথী ঘোষ প্রমুখ। উল্লেখ্য যে, ছাত্র/ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দের মধ্যে হাঁড়িভাংগা, ভলিবল, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, বাস্কেটবল, দীর্ঘ লাফ সহ বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন