সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগাহ মসজিদে মুসল্লিরা যা দান করলেন

October 3, 2020,

সাইফুল্লাহ হাসান॥ সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগাহ মসজিদের দানবক্স প্রথম বারের মত প্রকাশ্যে খোলা হয়েছিলো গত ২৮ আগষ্ট। ওই সময়ে দান বাক্সে ১ লক্ষ টাকা মিলে।

জানা যায়, এরপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ ৪ সেপ্টেম্বর ৭ হাজার ৪ শত ৭২ টাকা জুম্মার নামাজে মুসল্লীরা দান করেন, এরপর (১১ সেপ্টেম্বর) ৭ হাজার ৮শত ১৮ টাকা, (১৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৩শত ৫৭ টাকা, এই মাসের শেষ সপ্তাহ (২৫ সেপ্টেম্বর) দান কৃত টাকার পরিমান ছিলো ৯ হাজার ৪শত ১৯ টাকা। সর্বশেষ ২ অক্টোবর জুম্মার নামাজে দানের টাকার পরিমান ছিলো ৬ হাজার ১শত ৯১।

এদিকে, মসজিদের বড় দান বাক্সে সেপ্টেম্বর মাসে দাতাদের দানের টাকার পরিমান ছিলো ১৭ হাজার ২শত ৯৫ টাকা। আর তহবিলের বাক্সে টাকার পরিমান ছিলো ৩৮ হাজার ১শত ৭০ টাকা।

তথ্যটি নিশ্চিত করেছেন সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ ও মসজিদের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ। প্রতি জুম্মাবারের মতো এইবারও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ আরও অন্যান্যরা। নামাজে পূর্বে মুসল্লীদের পৌর মেয়র মোঃ ফজলুর রহমান গত এক মাসের আয়ের হিসাব জানিয়ে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com