সোমবার প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রোববার ২৫ অক্টোবর জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে দূর্গা পূজার চতুর্থ দিনে মহা নবমী পূজার দিনে মা দূর্গার চরনে পুষ্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সোমবার দূপুরের পর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
মহা নবমী দিনে রাজনগরের ঐতিয্যবাহী পাঁচগাঁও লাল দূর্গা পূজামন্ডপ, কুলাউড়ার কাদিপুর শিববাড়ি সহ জেলা শহরের ত্রিনয়নী, দূর্গাবাড়ি, নতুন কালীবাড়ী ও শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, লালবাগ ও শাপলাবাগের মন্ডপের নান্দনিকতায় পালন হচ্ছে পূজা।
এদিকে চলমান করোনার মধ্যে ভক্তদের আকর্ষন করতে ত্রিনয়নী শিব বাড়ী পূজা মন্ডপের আয়োজনে এবারো ভিন্ন মাত্রা রয়েছে। শিব লিঙ্গের আদলে শিব-বিগ্রহ বিশাল প্যান্ডেল নানা বর্ণের দূর্গা প্রতিমা তৈরী করেছে তারা। অত্যন্ত আকর্ষনীয় সাজের এ সব পূজো মন্ডপে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসছেন পূজা দেখতে।
পুজারী ও সনাতন সম্প্রদায়ের অনুসারীরা বিভিন্ন মন্ডপে উপোস থেকে দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন।
সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পড়ে পূজা মন্ডপে ভিড় করছেন। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢোল বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
এবার পুজা মন্ডপের পুজারী ও ভক্তরা দেশে চলমান করোনার হাত থেকে মুক্তি ও বিশ্ব মানব কল্যানের জন্য আর্শিবাদ চান।
মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯টি পূজামন্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে সার্বজনীন পূজামন্ডপ ৮৪২টি এবং ব্যক্তিগত ১২৭টি।
এদিকে পূজার প্রস্তুতি দেখতে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমদ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। আজ ২৬ অক্টোবর দশমী তিথিতে শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পূজা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা রয়েছে।
মন্তব্য করুন