(ভিডিওসহ) সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায আদায় করেন স্বল্প সংখ্যক মুসল্লী

May 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উল ফিতরের নামায পড়লেন জেলার অর্ধ শতাধিক মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। করোনা থেকে বিশ্বকে রক্ষার জন্য করা হয় বিশেষ প্রার্থনাও। দোয়া শেষে স্বজনদের মধ্যে ঈদের কুশল বিনিময় ও কোলাকোলিও করেন কিছু মুসল্লি।
২৪ মে রবিবার সকাল ৬ টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার আঙ্গিনায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত) জানান, তিনি ১৫ বছর ধরে ঈদের জামাত আদায় করে আসছেন। তবে এবছর করোনার কারনে তিনি আশে পাশের মানুষ নিয়ে বাসার আঙ্গিনায় সল্প পরিসরে নামজ আদায় করেছেন। তিনি বলেন মহান আল্লার কাছে ক্ষমা চেয়ে তিনি তাঁর কাছে প্রার্থনা করেছেন তিনি যেন এই করোনার মহামারি থেকে আমাদের এই বিশ্বকে রক্ষা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com