স্কলার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি ও সংবর্ধনা প্রদান

June 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ স্কলার্স ফাউন্ডেশন জেলার মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১০ জুন শুক্রবার বিকাল ৩ঘটিকায় শহরের বেঙ্গল কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, জিএসসি ইউকের সাবেক চেয়ারপারসন নুর”ল ইসলাম মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, জেলা কৃষক লীগ ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী ও ডাঃ সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের অযাচিত ব্যবহার না করে মূল্যবান সময়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি স্কলার্স ফাউন্ডেশনের মহতি এই উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম মেহেদী হাসান, সিকান্দার সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফখর”ল ইসলাম, হিলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আশরাফ সহ স্কলার্স ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২১জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে নগদ অনুদান ও সম্মাননা স্মারক তোলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com