স্বাস্থ্যখাতে অনিয়ম-দুনীতি-অব্যস্থাপনা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

July 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ করা।

২ জুলাই বৃহস্পতিবার মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপন করা, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের চক্রান্ত বন্ধ করা,বছরে যতবার খুশি জ্বালানির দাম বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার করা, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিনা মূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা দেয়া।’ উক্ত দাবিতে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এড. মঈনুর রহমান মগনু। সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা শাখার সদস্য এড. আবুল হাসান, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ, ছাত্র ফ্রন্ট জেলা শাখার  সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com