স্বাস্থ্যখাতে দুর্নীতি-অনিয়ম কঠোর হস্তে দমনের দাবীতে জাসদের মানববন্ধন

June 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ পর্যটন ও পাহাড়ি অধ্যুষিত মৌলভীবাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় পিসিআর ল্যাব,অক্সিজেন সাপ্লাই,হাইফ্লো নজেল চালু ও স্বাস্থ্যখাতে সাগর চুরি বন্ধের দাবীতে “বাংলাদেশ জাসদ” মৌলভীবাজার জেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

২৯ জুন সোমবার, ঘন্টাব্যাপী স্থানীয় চৌমুহনা চত্ত্বরে দরের জেলা সভাপতি ও সাস্কৃতিক ব্যক্তিত্ব আ.স.ম ছালেহ্ সুহেল’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাসদ এর যুক্তরাষ্ট্র শাখা সভাপতি আব্দুল মোছাব্বির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুগ্ম- সাধারণ সম্পাদক হাসান আহমদ রাজা, সদর উপজেলা সভাপতি হারভী হেডেন প্রন্ট্রিস অপু, জাতীয় যুবজোটের জেলা সেক্রেটারী সোহেল সামাদ পলাশ প্রমুখ।

বক্তারা করোনা পরিক্ষার জন্য মৌলভীবাজারে পিসিআর ল্যাব সংযোজন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইসহ হাই-ফ্লো নজেল চালু, করোনা টেষ্টের ফি নির্ধারণ বাতিল, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম কঠোর হস্তে দমন ও করোনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক প্রনোদনার আওতায় আনার দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com