স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু স্বরনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এর উদ্যেগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু অকাল মৃত্যূতে তাৎক্ষনিক এক মিলাদ ও দোয়ামাহফিল এর আয়োজন করা হয়।
২৮ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব শহরে শাহ মোস্তফা সড়কে সাবেক মহিলা এমপি ও কেন্দ্রীয় মহিলা দলের প্রধান উপদেষ্টা বেগম খালেদা রব্বানীর বাস ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাসচৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু, সহ সভাপতি আহমেদ আহাদ, আবু বক্কর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহমেদ শাহান, মিজানুর রহমান মিজান।
মোনাজাতে শফিউল বারী বাবুর আত্তার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপ্যার্সন বেগম খালেদা জিয়া সুস্থতাকামনা করেন।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হয়রত শাহ মোস্তফা (রঃ) দরগা মসজিদের খতিব মাওলানা শামীম আহমেদ।
মন্তব্য করুন