সড়ক দুর্ঘটনা রোধে সায়রা মহসীন এমপির নেতৃত্বে লিফলেট বিতরণ

August 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, চালক,যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৭ আগষ্ট বিকাল ৩টার দিকে ’’মৌলভীবাজারের উন্নয়নে আমরা “ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফ’’ এর উদ্যেগে মৌলভীবাজার শহরের ঢাকা-সিলেট মহাসড়ক ও বেড়িরপার চত্বরে গনসচেতনতামূলক এই প্রচার অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রচার অভিযানের অংশ হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি । উদ্ধোধনকালে তিনি বলেন,দেশের এই জাতীয় সমস্যা প্রতিরোধে সর্বসাধারণের পক্ষ থেকে এধরণের ভুমিকার কোন বিকল্প নেই।তিনি মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের একের পর এক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও লেখক হোয়ার্টসআ্যপ গ্রুফের অন্যতম ক্যাম্পেইনার এডভোকেট মো:আবু তাহের। এছাড়াও বক্তব্য রাখেন জেলা  মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি  রোটারিয়ান এএইচ এম সাহাব উদ্দিন আহমদ, শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,এ কে এম আকলু,সংগঠক ও প্রিন্সিপাল মাও:শরীফ খালেদ সাইফুল্লাহ,ব্যাংকার নুরুল ইসলাম,এম এ সামাদ, শ্রীকান্ত ধর ,তাজুল ইসলাম চৌধুরী, ক্যাম্পেইনার আজিজুল ইসলাম জয়,শাহিন মিয়া , মাহবুব সামী প্রমুখ। উদ্বোধন  অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন এমপি মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের সকল সদস্যদের সাথে নিয়ে চালক,যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com