হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহের ঢালাই কাজ শেষ : অসমাপ্ত রয়েছে সুন্দর্য বর্ধনের কাজ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে প্রান কেন্দ্রে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহের সম্প্রসারিত এলাকার ঢালাই কাজ শেষ হয়েছে।
২৫ অক্টোবর রোববার ঈদগাহের ফ্লোর ঢালাই কাজের শেষ দিনে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল খালিক, সাবেক পৌর কমিশনার মোঃ ইউসুফ আলী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসিব হোসেন খান বাবু, জাহিন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী ও সমাজসেবী সৈয়দ হুমায়েদ আলী শাহীন, পৌরসভার সাবেক প্রকৌশলী মোঃ আবুল হোসাইন খান, পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বিলাশ ডিপার্ট মেন্টাল এর স্বত্বাধিকারী ও সমাজসেবী সুমন আহমদ, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বেলাল। পৌরসভার ষ্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন রুমেল আহমদ, মুহিবুর রহমান রিপন।
ঈদগাহের সম্প্রসারিত এলাকায় মাটি ভরাট থেকে শুরু করে এ পর্যন্ত পৌর মেয়র সহ শহরের অনেকেই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ তদারকি করেছেন।
পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, আজ ফ্লোর ঢালাই কাজ শেষ হয়েছে। এখন গেইট তৈরী, গম্বুজ ও মিম্বররে মার্বেল পাথর লাগানো সহ সুন্দর্য বর্ধনের কাজ বাকি রয়েছে। ঈদগাহের সম্প্রসারিত অংশের ৬.৩৫ শতক ভূমি ক্রয়ে ১ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার টাকায় ৬ জন অংশিদারের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এ ছাড়া শহরের পশ্চিম ধরকাপন এলাকার মরহুম সৈয়দ তাহির আলী (তুতা মিয়া) এর ওয়ারিশানরা ১৬ শতক ভূমি বিনামূল্যে দান করেছেন।
পৌর মেয়র আরও জানান, ভূমি দান, নগদ অর্থ এবং ঈদগাহ সম্প্রসারণ কাজ বাস্তবায়নে যে সব মহৎ ব্যক্তিবর্গ সহযোগিতা করেছেন এবং আরও যারা শ্রম বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
ঈদগাহের উন্নয়ন কাজে যে কেই সাধ্যনুযায়ী শরিক হতে আহব্বান জানান পৌর মেয়র। ঈদগাহের ব্যাংক একাউন্ট নং-১১১০০০১১৫০৮ সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা।
মন্তব্য করুন