হাকালুকিতে বন্যার্ত স্বজনদের পাশে ঢাকাস্থ কুলাউড়া সমিতি

এইচ ডি রুবেল॥ হাকালুকি হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত স্বজনদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্ত কুলাউড়া উপজেলা সমিতি। এ উপলক্ষে ১ম ধাপে কুলাউড়া উপজেলার ভাটেরা, বরমচাল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মধ্যে নগদ টাকা বিতরন করেছে ১০ মে বুধবার। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিজ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রউফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোন মানুষ না খেয়ে মরবে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ গোলাম রাব্বী, ঢাকাসস্থ কুলাউড়া সমিতির সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সহ সম্পাদক আবুল হাসান, ঢাকাস্হ কুলাউড়া সমিতির সহ সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদুর রহমান, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাহবুব প্রমুখ।
মন্তব্য করুন