হামরকোনা হতে ৫ জুয়াড়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির হামরকোনা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আব্দুর রহিম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া তাস ও টাকা দ্বারা জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ।
১৩ নভেম্বরর শুত্রুবার রাতে পুলিশের অভিযানে জুয়াড়ী মোঃ আব্দুল হান্নান (৪৫), পিতা- মৃত মনু মিয়া, মোঃ সাইদুল হক (৪২), পিতা- মৃত আব্দুল তাহিদ, আব্দুল আলীম (২৮), পিতা- আইনুল হক, মোঃ সাবাস মিয়া (৪০), পিতা- মৃত আজম উল্লাহ, মোঃ মিলাদ মিয়া (৩০), পিতা- মৃত আকল মিয়া, সর্ব সাং- হামরকোনা, থানা ও জেলা- মৌলভীবাজার, আব্দুল আলম (৩৫), পিতা- মৃত আব্দুল বশির, সাং- আলীপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটদেরকে জুয়া খেলার তাস ও নগদ টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মৌলভীবাজার সদর থানা এলাকায় কোন প্রকার জুয়া ও মাদকের আসর বসিলে তাৎক্ষনিকভাবে সদর থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল। সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার ফারুক আহমেদ এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান (সদর সার্কেল) মৌলভীবাজার এর দিক নির্দেশনায় মোঃ ইয়াছিনুল হক, অফিসার ইনচার্জ মৌলভীবাজার এর সার্বিক তত্বাবধানে শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিঃ)/ ইফতেখার ইসলাম এ অভিযান চালান।
মন্তব্য করুন