হৃদরোগে মৃত্যুবরণকারী চালকের পরিবারকে অর্থ সহায়তা দিলো পরিবহন শ্রমিক ইউনিয়ন

July 28, 2020,

মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিএনজি অটোরিকসা চালক দুলাল মিয়ার (৫৫) অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা সিএনজি অটোরিকসা পরিহন শ্রমিক ইউনিয়নের (২৩৫৯) এর অর্ন্তভুক্ত বাজার টার্নিং ইউনিট পরিচালনা কমিটি ।

মঙ্গলবার ২৮ দুপুরের দিকে শহরের গোবিন্দশ্রী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে সংগঠনটির বাজার টার্নিং ইউনিট ও জেলা সিএনজি অটোরিকসা পরিহন শ্রমিক ইউনিয়নের যৌথ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয় মৃত্যুবরণকারী সিএনজি অটোরিক্সা চালক দুলাল মিয়ার স্ত্রী-সন্তানদের হাতে।

অর্থ সহায়তা তুলে দেওয়ার পূর্বে সেখানে উপস্থিত শ্রমিকদের সামনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ফয়সল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা সিএনজি অটোরিকসা পরিহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, বাজার টার্নিং ইউনিট পরিচালনা কমিটির সভাপতি জবরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ আহমদ প্রমুখ।

উল্লেখ্য: গত ১১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিএনজি অটোরিকসা চালক দুলাল মিয়া। তার বাড়ি সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের গোমরা এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com