১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২জন গ্রেফতার

October 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২জন গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার ফারুক আহমেদ নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় পরিচালনা এবং সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই আবুল কাশেম, এএসআই মোজাম্মেল হক, কং/৪৪১ রহম আলী, কং/৮৩ হাবিবুর রহমান, কং/ ৪৭০ কাজী আবুল আজাদ, কং/১০২২ আতাউর রহমান সকলেই জেলা গোয়েন্দা শাখা, এসআই মো. সাইফুল ইসলাম, মাদক বিরোধী সেল, মৌলভীবাজার সহ বিশেষ অভিযান চালায়।

২৪ অক্টোবর শনিবার  মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত তেলিজুড়িতে নির্মানাধীন টেকিনক্যাল স্কুল এন্ড কলেজ, রাজনগর এর ভবনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ জন আসামী ধৃত করা হয়। ধৃত আসামীদ্বয়ের নাম নীল কান্তি দাস (৩২) পিতাঃ নবদীপ দাস, মাতা- কাঞ্চন রানী দাস, সাং- জামুরা, রঞ্জিত দাস(৩৬), পিতা- মৃত মনোরঞ্জন দাস, মাতা- সিতা রানী দাস, সাং- দুলিজুড়া, উভয় থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার। তাদের ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com