৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাদের অভ্যর্থনা অনুষ্ঠান

February 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ এসো শ্যামল সুন্দর” মৌলভীবাজার জেলায় যোগদানকৃত ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাদের অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মৌলভীবাজার জেলায় নব-যোগদানকৃত ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাদের অভ্যর্থনা অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি শুত্রুবার সার্কিট হাউজের মুন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বক্তব্য রাখেন মৌলভীবাজার লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কবিতা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও শিক্ষা মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com