৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ছাত্রশিবিরের র্যালি

৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
শনিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের সিলেট রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি মিছবাহউল হাসান, সেক্রেটারি আশরাফুল ইসলাম।
সমাবেশে শহর সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন ১৯৭৭ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্রশিবির। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার মনে, লক্ষ তারুণের হৃদয়ে করে নিয়েছে তার স্থায়ী আসন। কিন্তু ছাত্রশিবিরের সকল গঠনমূলক কার্যক্রমে বাধা দিচ্ছে সরকার। তিনি ছাত্রশিবিরের সকল কার্যক্রমে সহযোগীতার আহ্বান জানান। – প্রেস রিলিজ
মন্তব্য করুন