করোনায় মৃত মহিলার দাফনে তাকরীম ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরশহরের বনবিথী এলাকার জয়ধন খাতুন যুক্তরাজ্য প্রবাসী (৮০) করোনা পজেটিভ নিয়ে শুক্রবার ৮ অক্টোবর সিলেটের ওমেন্স প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত জয়ধন খাতুন এর পরিবারের পক্ষ থেকে সৈয়দ আলী আকবর ও মানিক মিয়া কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি ও নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। মৃতের গোসল ও কাফন এর দায়িত্বে নিয়োজিত ছিলেন সংগঠনের মহিলা সদস্য ফারজানা আক্তার রেজভী এবং সাস্থ্যবিধি মেনে পরিবারের লোক সহযোগিতা করেন, ৮অক্টোবর শুক্রবার রাত ৮ ঘটিকায় মৃতের বনবিথী এলাকার বাসভবনের সম্মুখে সাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে জানাযার ১ম নামাজ অনুষ্টিত হয়। জানাজার নামাজে মৃতের আত্বীয় স্বজন, এলাকাবাসী ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যগন উপস্থিত ছিলেন। পরে মৃত জয়ধন খাতুনের লাশ এম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার আকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয় সেখানে মরহুমের ২য় জানাযার নামাজের পর মৃত জয়ধন বেগমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,টিম সমন্বয়কারী সুমন আহমদ,সংগঠনের সিনিয়র সদস্য,মোঃআব্দুর রশীদ মোঃজসিম উদ্দিন,শাহিন আহমদ, মোঃনিজাম গাজী ও মোঃমিলন মিয়া উপস্থিত ছিলেন। উল্ল্যেখ্য যে, মৃত জয়ধন খাতুন রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের আকুয়া গ্রামের মৃত আব্দুল লতিফ সাবু এর সহধর্মিণী।



মন্তব্য করুন