বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক মোঃ নুরুজ্জামান এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

October 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোঃ নুরুজ্জামান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
পরিবেশমন্ত্রী ১৭ অক্টোবর রোববার এক শোকবার্তায় জানান, বাংলাদেশ বন বিভাগের প্রথম ব্যাচের কর্মকর্তা মরহুম মোঃ নুরুজ্জামান চাকুরী জীবনে বনবিভাগের বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। মানবিক একজন বন কর্মকর্তা হিসেবেও সর্বমহলে তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০০০-২০০১ পর্যন্ত বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষকের দায়িত্ব পালনকারী মো. নুরুজ্জামান (৭৪) ভোর ৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com