সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক ভ্যর্চুয়াল কালচারাল প্রোগ্রাম
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের উদ্যোগে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গের অংশ গ্রহনে এবং পি.ফর.ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক ভ্যার্চুয়াল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার ভ্যর্চুয়াল কালচারাল প্রোগ্রাম জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ভ্যার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগে উপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।
ভ্যার্চুয়াল অনুষ্ঠানে সমাজের ৯৪ জন ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে গনসচেতনামূলক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করা হয়।



মন্তব্য করুন