বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুন নুরের জানাযা সম্পন্ন

October 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুন নুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)।
২২ অক্টোবর শুক্রবার রাত ৭.৪৫ মিনিটে সৈয়দ শাহ মোস্তফা কলেজ রোডস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
শনিবার ২৩ অক্টোবর সকাল ১০টায় মৌলভীবাজার টাউন ঈদগায় মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন অধ্যাপক ফজলুর রহমান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মো. আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. শাহেদ আলী, সহকারি সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, মো. আলাউদ্দিন শাহ, টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন ও ডাক্তার আব্দুন নুরের ভাতিজা মো. মোস্তফা।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, “ডাঃ আব্দুন নুর আজীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। রাসূল (সা.) বলেছেন, মানুষের মধ্যে উত্তম সেই যে মানুষের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখে। আল্লাহ তায়ালা তার এই বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ যেন রাজি ও খুশি অবস্থায় তার বান্দাকে কবুল করেন। এটা সঠিক যে তার কোন সন্তান নেই, তবে তিনি অসংখ্য রূহানি সন্তান রেখে গেছেন। আমি তার রূহানি সন্তানদের কাছে অনুরোধ করব যখনই আপনারা দোয়া করবে তখন মরহুম আব্দুন নুর সাহেবের নাম যেন দোয়া থেকে বাদ না যায়। আমরা তার মৃত্যুর পরও এই নেক আমলকে স্মরণ করে কিছু করতে পারি। আল্লাহ আমাদের সেই তাওফীক দিন। আমীন”।
ডা. আব্দুন নুর মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আব্দুন নুর দম্পত্তি নি:সন্তান ছিলেন। তিনি আজীবন ইসলামী আন্দোলনের একনিষ্ট কর্মী ছিলেন।
আব্দুন নুরের গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাউক গ্রামে। মরহুম আব্দুন নুরের দ্বিতীয় জানাযা হবিগঞ্জ পৌরসভার সাইস্তানগর জামে মসজিদ প্রাঙ্গণে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সাইস্তানগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com