মৌলভীবাজারে ২৯ অক্টোবর হাফ ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে

October 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর, দেশের অন্যতম পর্যটন জেলা, প্রবাসী অধ্যুষিত ও চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় আগামেী ২৯ অক্টোবর শুক্রবার হাফ ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় “বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২১” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ম্যারাথন আসরে দেশ বিদেশের প্রায় ৬০০ জন রানার অংশ গ্রহণের উদ্দেশ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
চা বাগান ও পাহাড়ী জনপথে ২৯ অক্টোবর শুক্রবার সকাল ৬ ঘটিকায় পৌর মেয়র চত্ত¦র থেকে দুটি ধাপে যথাক্রমে নারী-পুরুষের অংশগ্রহনে একসাথে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে হাফ ম্যারাথন শুরু হবে।  ১০ কিলোমিটারে অংশগ্রহনকারীর গায়ে নীল রং টি শার্ট এবং ২১ কিলোমিটারে অংশগ্রহনকারীর গায়ে সবুজ রং শার্ট থাকবে।
১০ কিলোমিটার হাফ ম্যারাথন পৌর মেয়র চত্ত¦র থেকে শুরু হয়ে কালেঙ্গা সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগানের ভেতর ‘বধ্যভূমি’ হয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আসবে।  ২১ কিলোমিটার হাফ ম্যারাথন একই স্থান ও একই সমেয়ে শুরু হয়ে কালেঙ্গা সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগান পাড়ি দিয়ে ‘ছয়ছিড়ি দিঘি’ হয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে আসবে।  বধ্যভূমি ও ছয়ছিড়ি দিঘির ইউটার্ন পাড়ি দেয়া প্রত্যেক অংশগ্রহনকারীর হাতে বেল্ট পড়িয়ে দেয়া হবে। সমাপ্ত স্থান মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পৌঁছলে তাদের দেয়া হবে বিবস নাম্বার।
১০ কিলোমিটার হাফ ম্যারাথনে দুটি গ্রুপে ৩ জন নারী ও ৩ পুরুষ এবং ২১ কিলোমিটার হাফ ম্যারাথন ৩ জন নারী ও ৩ পুরুষ সহ মোট ১২ জনকে পুরষ্কৃত করা হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১০ কিলোমিটার পথ ১ ঘন্টা ৪০ মিনিট ও ২১ কিলোমিটার পথ ৩ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে যে সকল রানার পৌঁছবেন তাদের সকলকে মৌলভীবাজার জেলা ব্রান্ডিং ‘চা কন্য’ ক্রেস্ট দেয়া হবে।
আয়োজক কর্ণধার ইমন আহমদ জানান, এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অন্যতম পর্যটন জেলা, খনিজ সম্পদে ভরপুর, প্রবাসী অধ্যুষিত, চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলাকে বিশ^ব্যাপী তুলে ধরা।  তাই এই আয়োজন সুন্দও ও সফল করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। অংশ গ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। থাকবে নিজেস্ব সেচ্ছা সেবক টিম।  উক্ত ম্যারাথন উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষে সাদর আমন্ত্রণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com