পল্লীবিদ্যুতের উত্তম সেবা ও বিদ্যুতের সফল ব্যবহার বিষয়ে উঠান বৈঠক

November 4, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে মুজিববর্ষের অঙ্গিকার হিসেবে মৌলভীবাজার জেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম অভ্যাহত রাখা, উত্তম সেবা ও বিদ্যুতের সফল ব্যবহার বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুর গ্রামে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজার সভাপত্বিতে আয়োজিত এ বৈঠকে প্রধান অথিতির বক্তব্য রাখেন পল্লীবিদ্যুতায়ন বোডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইন উদ্দিন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির প্রধান ব্যবস্থাপক জিয়াউর রহমান ও এলাকা পরিচালক আব্দুর রহিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com