শ্রীমঙ্গলে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

May 26, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার ২৫ মে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা ইফা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১৩০জন ছাত্র-ছাত্রী ৭টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্বিরাত, হামদ্-নাত, আযান, উপস্থিত বক্তিতা, রচনা, কবিতা আবৃত্তি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব’সহ উপজেলা পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগিদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের কে বিকাল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা হল রুমে ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সহকারি ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. আব্দুর রব’র সভাপতিত্বে ও আনোয়ার হোসেন জসিম’র সঞ্চালনায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com