খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন : সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক জিয়া
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখা পুনঃ গঠনের লক্ষ্যে স্থানীয় কাঠালতলী দারুল ফুরখান মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ জানুয়ারি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।
পুনঃ গঠন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সাংগঠনিক সেশনের জন্য মাওলানা নজরুল ইসলাম -কে সভাপতি, মাওলানা লুৎফুর রহমান ও নির্বাহী সভাপতি মাওলানা জিয়া উদ্দীন -কে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা শাখা পুনঃ গঠন করা হয়।
মন্তব্য করুন