শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত

February 2, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শেখ কামাল আন্তস্কুল এন্ড মাদ্রাসা অ্যাথলেটিকস ২০২৩ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।

শেখ কামাল আন্তস্কুল এন্ড মাদ্রাসার অ্যাথলেটিকস মৌলভীবাজার পর্বে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এর আগে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করে অলিম্পিক মশাল প্রজ্বলন করা হয়।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টু, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তারসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

খেলায় ৩২ টি ইভেন্টে ৪টি গ্রুপে ৭টি উপজেলার ৫শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ছেলেদের ১০০ মিটার ‘ক’ গ্রুপের দৌড়ে শ্রীমঙ্গলের আলম উদ্দিন রাজন ১ম, সদর উপজেলার আমজাদুর রহমান ২য় ও কমলগঞ্জ উপজেলার আবু সাহরিয়ান তারেক ৩য় স্থান অধিকার করে।

অপরদিকে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সদ র উপজেলার মাহবুবা জান্নাত ১ম, জুড়ী উপজেলার তাসমিয়া জান্নাত ২য় ও কমলগঞ্জ উপজেলার নিলিমা আক্তার ৩য় স্থান অধিকার করে। খেলায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com