রাজনগরে বিএনপির অফিস উদ্বোধন

July 2, 2025,

আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলার উমরপুর বাজারে বিএনপির  কার্যালয় উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক প্রবাসী ছাতির আহমদ। এতে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম ফকর।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফরিদ আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য মৌলানা মুজিবুর রহমান, ছালিক আহমদের সঞ্চালনায়  বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।  প্রতিক্রিয়া জানতে চাইলে ছাতির আহমদ বলেন উত্তরভাগ ইউনিয়ন  সবসময়ই বিএনপির ঘাটি, আমি যখন জানতে পারলাম এখানে বিএনপির  একটি  কার্যালয় নেই এতে খুব কষ্ট  পেলাম।  আমি এলাকার মানুষকে আসস্থ করে বলেছিলাম  উম্মরপুর বাজারে একটি কার্যালয় করে দিব আমি  কথা রেখেছি আজকে দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত।  আমি যতদিন  বেঁচে থাকবো এই কার্যালয়ের সকল দায়িত্ব  বহন করবো। ছাতির আহমদ আরো বলেন বিএনপির  আদর্শের লেকজন এই কার্যালয়ে বসে দলের কার্যক্রম পরিচালনা করবেন। শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন। দলকে আরো সুসংগঠিত করবেন।  আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করবেন।  আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নেতা বা এমপি, চেয়ারম্যান হবার আকাংকা আমার নেই, বিএনপিকে ভালোবাসি এদলের জন্য  যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com