রাজনগরে ওয়ারেন্টভুক্ত আ/সামি গ্রে/প্তার
July 8, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
সোমবার ৭ জুলাই বিকেলে রাজনগর থানার এএসআই নৃপেশ চন্দ দেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিয়ান চালিয়ে উপজেলার রাজনগর চা বাগান এলাকা থেকে সিআর ২১৮/২৪ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী কৃষ্ণ অলমিক-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত কৃষ্ণ অলমিক রাজনগর চা বাগানের সন্তোষ অলমিক এর ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন