শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ উদ্বোধন

July 12, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : চায়ের গুণগতমান রক্ষা ও মানোন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এ এক বিশেষ উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই সকাল সাড়ে ১১টায় বিটিআরআই-এর টি টেস্টিং রুমে আয়োজিত এই অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এছাড়াও একই ভাবে সকাল সাড়ে ১০ টায় বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)।

বিটিআরআই-এর পরিচালক ড. মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্পাহানি টি কোম্পানির জেরিন টি এস্টেটের ডিএজি মো. সেলিম রেজা এবং ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) শিবলী।

অনুষ্ঠানে সহযোগিতা করেন বিটিআরআই-এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আব্দুল আজিজ। চা আস্বাদন শেষে টি টেস্টাররা উপস্থাপিত চায়ের গুণগতমানকে সস্তোষজনক বলে মূল্যায়ন করেন।

প্রসঙ্গত, এ চা আস্বাদনী অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫টি চা-বাগান অংশগ্রহণ করে, যা দেশের চা শিল্পের মানোন্নয়নে এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com