মৌলভীবাজার-শমসেরগঞ্জ মির্জাপুর-শ্রীমঙ্গল সড়কে নতুন বাসের উদ্বোধন

July 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মালিক গ্রুফ এর যৌথ উদ্যোগে শমসেরগঞ্জ, মির্জাপুর, শ্রীমঙ্গল রোডে নতুন যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

রোববার ১৩ জুলাই সকালে বেরিরপাড় বাস টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার জেলার বিএনপির সদস্য সচিব ও মৌলভীবাজার বাস মিনিবাস মালিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, আব্দুর রহিম রিপন এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে এ বাসের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।

এ সময় বাস মিনিবাস মালিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুর রব, বাস মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়ন ১২২৩ সাধারন সম্পাদক শাহ আলম দিপু ও উজ্বলসহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মিলিক গ্রুফ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নতুন বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাস মিনিবাস মালিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, আব্দুর রহিম রিপন বলেন, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জনই হবে এই রোডের পরিবহন শ্রমিকদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের বেলুন দিয়ে সজ্জিত বাসগুলো রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com