বড়লেখার দাসেরবাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

July 13, 2025,

বড়লেখা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ১২ জুলাই দাসেরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ  কাউন্সিল অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিলে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে রহিম উদ্দিন নজরুল ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়ছল আহমদ পেয়েছেন ১৭৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুশ শুক্কুর ২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিহাম আহমদ চৌধুরী পেয়েছেন ১৫২ ভোট।

সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন বাহার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো: মাসুক আহমদ পেয়েছেন ১৪৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শামসুল ইসলাম, তিনি ২৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ১১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: আতাউর রহমান ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুপক দাস পেয়েছেন ১৬৮ ভোট।

কাউন্সিলে ভোটগ্রহণের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার আসুক উদ্দিন ও আহসানুজ্জামান রুহেল। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন শিক্ষক মির মুহিবুর রহমান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক আল আমিন, মাসুদ রানা ও হুমায়ুন রশিদ ইমন।

সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু, আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খান ও জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com