শাহবাজপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আছদ্দর আলী আর নেই

July 13, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ জোবায়ের লিটনের বাবা আছদ্দর আলী (৯০) শুক্রবার রাত সাড়ে দশ ঘটিকায় গবান ভট্টশ্রী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

১৩ জুলাই রোববার বিকেল ছয় ঘটিকায় শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক আব্দুস সহিদ খান, অধ্যক্ষ আব্দুল বাছিত, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, ডা. সালাম, অধ্যাপক আব্দুল মোহাইমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com