ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে

July 13, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে তরুণ শিল্প উদ্যোগতা ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান এর দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিন (৩৫)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক।

মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য অত্র অনুসন্ধান প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন।

রোববার ১৩ জুলাই সকালে সে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আটককৃত শেখ জসিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়ন এর শ্রীগাঁও গ্রামের শেখ মো: জিতু মিয়া-এর পুত্র। মামলার এজাহার ও পিবিআই তদন্ত প্রতিবেদন সুত্রে প্রকাশ- ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। উক্ত ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর-কে । ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন বাঁধা সৃষ্টি করে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এবং দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি দেন। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে  ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার ( সিআর- মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই,মৌলভীবাজার-কে নির্দেশ প্রদান করেন। ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার, আদালতে শেখ জসিম উদ্দিন-এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জানা গেছে- শেখ জসিম উদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ (শ্রীঃ), নির্বাহী ম্যাজিঃ আদালতে মামলা নং- ৩২০/২৪ (শ্রী ঃ)সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com