মব সন্ত্রাস, হ/ত্যা, ধ/র্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাসদের বি/ক্ষোভ

স্টাফ রিপোর্টার : মব ভয়োলেন্স, হত্যা, নারী ধর্ষণ-নির্যাতনকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনী পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্তূলক শাস্তি নিশ্চিত করা এবং অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই রবিবার বেলা সাড়ে ৫ টায় মৌলভীবাজার চৌমুহনায় বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর কমিটি সাধারণ সম্পাদক ছাত্র নেতা শ্যামল সরকার, সদস্য আবু তালেব চৌধুরী। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, বাসদ সদর উপজেলা সংগঠক শেখ লিংকন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখর আহ্বায়ক বিজয় দাস প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন