নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি পুর্নগঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে রবিবার ১৩ জুলাই দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠুত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সাইফুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস ছামাদ কায়েছের পরিচালনায় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব সাইফুর রহমান মাদ্রাসায় আবাসিক বোর্ডিং চালু করা, মাদ্রাসার ছাত্র/ছাত্রী বৃদ্ধি করা ও অবকাঠামো উন্নয়ন করে মাদ্রাসাকে আলিম পর্যন্ত উন্নীত করতে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা থাকলে এই মাদ্রাসা একদিন উপজেলার মধ্যে মডেল মাদ্রাসা হিসেবে রুপান্তরিত হবে।
সভায় সর্বসম্মতিক্রমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাইফুর রহমানকে সভাপতি ও মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস ছামাদ কায়েছকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুহিদ মিয়া ও লিয়াকত আলী, সহ সাধারণ সম্পাদক আনকার হোসেন ও আলতাফ হোসেন সুহেল, শিক্ষানুরাগী সদস্য সাহেদ আহমদ,
কোষাধ্যক্ষ মাওলানা রুজেল আহমদ, শিক্ষক প্রতিনিধি সম্পা বেগম ও রেজাউল করিম। সদস্যরা হলেন আব্দুল মজিদ, আব্দুল লতিফ, সৈয়দ তাহির আলী আজমল, ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, জসিম উদ্দীন, সুহেল আহমদ, সেবুল মিয়া, লুবান মিয়া, সুলতান আহমদ ও আব্দুর রহিম প্রমুখ। উপদেষ্ঠাবৃন্দ হলেন, বসারত উল্লাহ, সিরাজ মিয়া, কনল মিয়া, জলিল মিয়া, হেলুন মিয়া, তৈয়ব আলী, ফরিদ মিয়া, আমীর আলী মীর,শাহজাহান আলী,জমশেদ আলী,জাহাঙ্গীর আলী,আছমত উল্লাহ ও বাবুল মিয়া।
মন্তব্য করুন