রাজনগরে বিশ^ জনসংখ্যা দিবস পালিত

July 14, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্¦ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ গোলাম কিবরিয়া, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক লাল গোস্বামী, উপজেলা ইপিআই ইনচার্জ, প্রবাল চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব সাংবাদিক শংকর দুলাল দেব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল কাইয়ুম, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, সাংবাদিক জুয়েল আহমদ প্রমূখ।

এবছর শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রকে কাজের স্বীকৃতিস্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। জেলা পর্যায়ে এ ছয় ক্যাটাগরির মধ্যে রাজনগর উপজেলা ৩টি শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com