মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন

July 16, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৬ জুলাই বুধবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনাসভা ও গল্প বলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিশের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, এনসিপির জেলা সমন্বয়ক এহসান জাকারিয়া, ছাত্র বৈষম্য আন্দোলনের তানজিয়া শিশির, কাজী মনজুর আহমেদ, আব্দুস সালাম,শাহ মিছবাহ, হাসানুল বান্না সজিব, দিলরুবা আক্তার তমা, ওয়াদূদ ফারুক, শফিকুল ইসলাম, মোজাম্মেল হক লিটন, সুমন ভূইয়া, সাংবাদিক হোসাইন আহমদ প্রমুখ।

ছাত্ররা জুলাই বিপ্লবের আন্দোলন চলা কালে মৌলভীবাজার জেলায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও পুলিশ লীগের নৃশংস হামলার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জাকারিয়া আহমদ ও তার দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com