বড়লেখায় ‘জুলাই শহীদ দিবসে’ গল্প বলা ও আলোচনা সভা

July 16, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ জুলাই বুধবার দুপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষ্যে জুলাইয়ের গল্প বলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com