ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের স্মরণসভা

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সকল ছাত্র-জনতার স্মরণে এক স্মরণসভার আয়োজন করেছে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের সভাপতিত্বে এবং মখলিছ মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি মামুন পারভেজ ও মাহবুব আল জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম তালুকদার, হোসাইন আহমেদ, আব্দুল আল মাহফুজ হাসান, ফয়জুল কবির মুরাদ, কাওসার আহমেদ সাজু ও তাজুদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, আলআমিন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুর রহমান এবং সদস্য মোতাহের হোসেন তানিম, নেসার তালুকদার সামি, পারভেজ মিয়া, মুনিম রহমান, মাহদী হোসেন জুমান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন