মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা ৪ আগস্ট সোমবার রাতে মৌলভীবাজার পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য নিয়াজ মখদুম মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াছিন আলী,সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিজান। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, আব্দুল হান্নান, নজরুল ইসলাম, গাজী জাবেদ,নুরুল ইসলাম, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, দেলোয়ার হোসেন, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, সাফিউর রহমান জুসেফ, লিটন মিয়া, রুমান আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা আহ্বায়ক জামান আহমেদ সুমন, পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, কুলাউড়া উপজেলা আহবায়ক রেজাউল ভূঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস মোল্লা, কুলাউড়া পৌর আহ্বায়ক মুহিদুল আলম মুহিব, বডলেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, কুলাউড়া পৌর আহ্বায়ক সুমন মিয়া, সদস্য সচিব ইমন, জুড়ী উপজেলা আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ, শ্রীমঙ্গল পৌর সদস্য সচিব জয়নাল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির হোসেন, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন প্রমুখ।



মন্তব্য করুন