জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিদ্যুৎ লাইনে আ গু ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিদ্যুৎ লাইনে আকস্মিক আগুন লেগে আতঙ্ক সৃষ্টি হয়।
১২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় এই ঘটনা। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রায়হান বলেন, আমরা ৭ টায় খবর পেয়ে সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে আগুন লাগার পরপরই শহরের কোর্ট এলাকা, সার্কিট হাউজ, আরামবাগ, প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন এলাকায় কয়েকশো গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা অভিযোগ করেন, মৌলভীবাজার শহরে এভাবে বিদ্যুৎ লাইনে সামান্য ত্রুটি দেখা দিলে সরবরাহ বন্ধ করে রাখে পিডিবি কর্তৃপক্ষ। কিন্ত দীর্ঘ সময় পরও লাইন চালু করা হয় না।
পিডিবি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ সাব্বির এ বিষয়ে জানান, বিদ্যুৎ লাইনে আগুন লাগার পর আমরা পুরো বিদ্যুৎ লাইনের তার বিচ্ছিন্ন করে দেই। এখন আমার লোকজন ঘটনাস্থলে কাজ করছে।
মন্তব্য করুন