আন্ত: জেলা গরু চো রচক্রের সক্রিয় সদস্য আ ট ক

August 14, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার আসামি মো: আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৬ নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো: আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও পিকআপ ফেলে পালিয়ে যায়।

পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এই চোর চক্রকে গ্রেফতারের উদ্দেশ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে।

১৪ আগস্ট রাতে ১৪ আগস্ট শ্রীমঙ্গল থানাধীন রামনগর এলাকার নিজ বাড়ি থেকে আসামি মুকিতকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, ‘গরু চুরির ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com